মালদার সমবায় সমিতির অফিসে দুঃসাহসিক ডাকাতি! বুধবার ভরদুপুরে মালদার গাজোলের কেষ্টপুরে সমবায় সমিতির অফিসে হানা দেয় ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। মুখ ঢাকা দুষ্কৃতিরা সমবায় সমিতির কর্মীদের গান পয়েন্টে রেখে লুটপাট চালায়।
বাধা দেওয়ার সমবায় সমিতির ক্যাশিয়ারকে গুলি করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় মালদার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। আনুমানিক ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। যাওয়ার সময়ে গোটা এলাকায় বোমাবাজিও করা হয়। যদিও এই ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদলের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।