আগামী ২৭ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। আর তারআগে বাজেটে অবিজেপি শাসিত রাজ্যগুলোর প্রতি চরম বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক দিল বিরোধীরা।
জানা যাচ্ছে, নীতি আয়োগের বৈঠক সম্পূর্ণভাবে বয়কট করছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠকে কংগ্রেসি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন না। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা জানিয়েছেন। ফলে বাজেট বঞ্চনার ইস্যুতে ফের একবার উত্তপ্ত হয়ে উঠতে পারে ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক।