Sambad Samakal

Potatos: আপাতত প্রত্যাহার ধর্মঘট, বাজারে দাম কমবে আলুর?

Jul 24, 2024 @ 6:40 pm
Potatos: আপাতত প্রত্যাহার ধর্মঘট, বাজারে দাম কমবে আলুর?

আপাতত প্রত্যাহার হল আলু ব্যবসায়ীদের ধর্মঘট! বুধবার রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে বসেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। সেখানেই আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে আলুর যোগান বৃদ্ধি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ফলে যোগান বাড়লে আলুর দাম বেশ কিছুটা কমবে বলেই আশা করছে ক্রেতা থেকে বিক্রেতা সকলে।

Related Articles