শহর কলকাতায় চলন্ত বাসে আগুন! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল এভিনিউয়ে মহাজাতি সদনের সামনে আচমকাই একটি চলন্ত মিনি বাসে আগুন ধরে যায়। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে আনা হয় বাস থেকে।
দমকলবাহিনী ও পুলিশকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। মনে করা হচ্ছে, বিরাটি থেকে বিবাদিবাগগামী বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল। সেই কারণেই আগুন ধরে যায়। সকালের ব্যস্ত অফিস টাইমে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।