ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন! গ্রেফতার ৫। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে! জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম মানিক রায়। ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বাড়িছাড়া তিনি। রবিবার ফিরেছিলেন এলাকায়।
অভিযোগ, বুধবার রাতে ৩০-৩৫ জন মিলে তাঁকে গাছে বেঁধে মারধর করে। মৃতের ছেলে নদর পেরিয়ে থানাশ খবর দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মানিক রায়কে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড। যদিও স্থানীয় তৃণমূল-বিজেপি নেতৃত্বের দাবি, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।