পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বৃহস্পতিবার তাঁর রাজধানী দিল্লিতে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি যাচ্ছেন না বলেই খবর। শুক্রবার সম্ভবত দিল্লি যাবেন বাংলার মুখ্যমন্ত্রী।
তবে শনিবার আদৌ তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ কংগ্রেস ছাড়াও অবিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে এই মুহূর্তে।