Sambad Samakal

North Bengal: উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত হবে উত্তরবঙ্গ! কী যুক্তি সুকান্তর? পাল্টা কী দাবি অনন্তর?

Jul 25, 2024 @ 3:06 pm
North Bengal: উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত হবে উত্তরবঙ্গ! কী যুক্তি সুকান্তর? পাল্টা কী দাবি অনন্তর?

উত্তর-পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক উত্তরবঙ্গকে! সম্প্রতি এমনই দাবি করলেন, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। খোদ দেশের প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন বাংলার বিজেপি সভাপতি।

আর সুকান্তর এই দাবির পরেই গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর দাবি, কেন্দ্রের তরফে ইতিমধ্যেই তাঁকে এই বিষয়ে আশ্বাসও দেওয়া হয়েছে।

এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বাংলাকে ভাগ জরার চক্রান্ত করছে। আমরা যে কোনও বিভাজনের বিরুদ্ধে। বাংলাকে কোনও ভাবেই আমরা ভাগ হতে দেব না।”

Related Articles