Sambad Samakal

Olympics 2024: প্যারিস অলিম্পিকে প্রথম সাফল্য! কোয়ার্টার ফাইনালে দীপিকা-অঙ্কিতারা

Jul 25, 2024 @ 4:38 pm
Olympics 2024: প্যারিস অলিম্পিকে প্রথম সাফল্য! কোয়ার্টার ফাইনালে দীপিকা-অঙ্কিতারা

প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম সাফল্য! মহিলাদের তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের দীপিকা, অঙ্কিতারা।

বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১ হাজার ৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন ৬৫৯ ও দীপিকা ৬৫৮ স্কোর করেন।

Related Articles