উত্তর দিনাজপুরের চোপড়ায় অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ! প্রবল মারধরের জেরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন পুলিশকর্মী! জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর রাতে চোপড়ার আমতলা গ্রামে পুরনো অপহরণ মামলার আসামীদের ধরতে অভিযান চালায় ৫ জন পুলিশকর্মীর একটি দল।
সেই সময়ে গ্রামে ঢুকতেই কার্যত পুলিশকর্মীদের ঘিরে ধরে আক্রমণ চালায় অভিযুক্ত ও তাদের পরিচিতরা। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ২ জন পুলিশকর্মীকে। এক জন কনস্টেবলকে লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকী পুলিশের গাড়ির চালককে নামিয়ে এনে মারা হয়। এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার সুপার জানিয়েছেন, অপরাধীদের খোঁজে পুলিশি অভিযান চলছে। দুষ্কৃতিদের কাউকে রেয়াত করা হবে না।