সুড়ঙ্গের পর কুলতলির সাদ্দামের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্রের হদিস। একটি বন্দুক ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে দু’টি ধাতব মূর্তিও। নকল সোনা পাচারের পাশাপাশি সাদ্দামের বিরুদ্ধে বাংলাদেশ থেকে চোরাপথে দুষ্প্রাপ্য মূর্তি এনে চড়া দামে বিক্রির অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হেফাজতে থাকা সাদ্দামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর পয়তারহাটের বাড়িতে তল্লাশি চালায়। এখানেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কয়েকটি ধাতব মূর্তি। পুলিশ জানিয়েছে, কুলতলির জালাবেরিয়া-২ পঞ্চায়েতের বাসিন্দা সাদ্দামের কাটা চুলের ব্যবসাও ছিল। সেই চুল বিক্রির জন্য নদিয়ার এক ব্যবসায়ীর থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন সাদ্দাম। কিন্তু অভিযোগ, ছিল সরবরাহ করা হয়নি। এই ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যবসায়ী।