রাজ্য বিধানসভায় চরম সংঘাতে জড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আর সেই ঘটনার জল গড়িয়েছিল থানা-পুলিশ, এমনকী বিধানসভার স্পিকারের ঘর পর্যন্ত। এবার সেই ঘটনায় সকলকে সংযত আচরণ করার পরামর্শ দিলেন স্পিকার বিমান ব্যানার্জী।
এদিন তিনি বলেন, “বিধানসভার ভেতরে সাময়িক উত্তেজনা হতেই পারে। কিন্তু বাইরে সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব থাকা উচিত। এমন কোনও আচরণ করা উচিত নয়, যাতে কেউ নিরাপত্তার অভাব বোধ করে। আমি মার্শালের কাছ থেকেও গোটা বিষয়টা সম্পর্কে খোঁজ নিয়েছি।”