শুক্রবার সাতসকালে গিরিশ পার্ক এলাকার একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, গিরিশ পার্ক থানার কাছে ছাতুবাবুর বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দমকলের অন্তত ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়ির এক বাসিন্দা গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলতে পারছেন না দমকলকর্মীরা।