সোনারপুরে জামালের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নীচে খোঁজ মিলল গুপ্তঘরের! শুক্রবার ভোররাতে শিকল দিয়ে বেঁধে নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া জামালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
আর তখনই প্রাসাদোপম বাড়ির ভেতরে খোঁজ মেলে গুপ্তঘরের। জামালকে সঙ্গে নিয়েই সেখানে তল্লাশি চালান তদন্তকারীরা। যদিও ওই ঘরে কী রয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত, নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার হয়ে এখন পুলিশ হেফাজতে রয়েছে কুখ্যাত জামাল।