মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মানহানি হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের! এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সিঙ্গেল বেঞ্চের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করতেই পারেন মুখ্যমন্ত্রী। তাতে কোনও আপত্তি নেই। তবে তা যেন কুৎসা বা অপপ্রচারের পর্যায়ে না পৌঁছয়।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জী, রেয়াত হোসেনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানিকর মন্তব্যের অভিযোগে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিঙ্গেল বেঞ্চ মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের রাজ্যপাল সম্পর্কে মন্তব্যে বিরত থাকার নির্দেশ দেয়। যার বিরুদ্ধেই হাইকোর্টের উচ্চতর ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতে কার্যত বাক স্বাধীনতার পক্ষেই সওয়াল করল কলকাতা হাইকোর্ট।