আর্থিক বঞ্চনার পরে বাংলা ভাগের চক্রান্ত! অভিষেককে সঙ্গে নিয়ে কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার আগে ফের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আগামীকাল নীতি আয়োগের বৈঠকে নিজের প্রতিবাদ নথিবদ্ধ করতে যোগ দেবেন তিনি। বৈঠকে বলতে না দিলে বেরিয়ে আসবেন প্রতিবাদ করে।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “বাজেটে বাংলা সহ সমস্ত অবিজেপি রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে। এরপরে সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাংলাকে ভাগ করার কথা বলছেন। আমরা এই চক্রান্ত মানব না। বাংলা, বিহার, ঝাড়খণ্ডকে ভাগ করা মানে দেশকে টুকরো টুকরো করে দেওয়া। আমি বিজেপি নেতাদের এই আচরণের তীব্র প্রতিবাদ জানাই। নীতি আয়োগের বৈঠকে নিজের কথা বলতেই যাচ্ছি, যেহেতু আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও যাচ্ছে। আমরা বিরোধী সকলের পক্ষ থেকে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করব।”