আজ শুক্রবার, অভিষেকের সঙ্গে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এদিন বিকেল ৪টেয় দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার।
যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য আসেনি। আগামীকাল অর্থাৎ শনিবার আদৌ নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেবেন কিনা, সেই বিষয়েও কোনও তথ্য জানা যায়নি।