শুক্রবার, ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের ২৫ তম বর্ষপূর্তি। আর এদিনই কার্গিলের দ্রাসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্গিল যুদ্ধে শহিদ হওয়া সেনা জওয়ানদের স্মরণে দ্রাসে তৈরি মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
অন্যদিকে, রাজধানী দিল্লিতে শহিদ স্মারকে কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ১৯৯৯ সালের ঐতিহাসিক কার্গিল যুদ্ধ প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিজয় দিবসের ২৫ তম বর্ষপূর্তিতে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের অকুতোভয় সেনা জওয়ানদের বীরত্বের কথা। যা চিরকাল আমাদের স্মরণে থাকবে।”