রাজ্যের ১৭ পুরসভায় প্রায় ২ হাজার বেআইনি নিয়োগ! নিজেদের চার্জশিটে এমনই দাবি করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। রাজ্যের বিভিন্ন পুরসভার মোট ১ হাজার ৮২৯ জনের চাকরি এই মুহূর্তে সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে খবর।
সিবিআইয়ের দাবি, সবথেকে বেশি বেআইনি নিয়োগের ঘটনা ঘটেছে দক্ষিণ দমদম পুরসভায়। এরপরেই রয়েছে কামারহাটি পুরসভার নাম। বেআইনি ভাবে চাকরি পাওয়াদের ডেকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।