Sambad Samakal

Supreme Court: কেন রাজভবনে আটকে বিল! রাজ্যপালকে নোটিশ সুপ্রিমকোর্টের

Jul 26, 2024 @ 4:33 pm
Supreme Court: কেন রাজভবনে আটকে বিল! রাজ্যপালকে নোটিশ সুপ্রিমকোর্টের

রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রয়েছে রাজভবনে! এমনই অভিযোগ নিয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। আর সেই মামলায় শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিয় দিল দেশের সর্বোচ্চ আদালত।

এই বিষয়ে রাজভবন ও কেন্দ্রীয় সরকারের মতামত জানার পরেই পরবর্তী শুনানি হবে সুপ্রিমকোর্টে। প্রসঙ্গত, রাজ্যের পাশ করা বিলগুলোতে অসম্মতি জানিয়ে কোনও মন্তব্যও করেননি রাজ্যপাল বা প্রয়োজনীয় সাক্ষরও করেননি। এরফলে কার্যত চরম জটিলতায় পড়ছিল রাজ্য বিধানসভা। এবার দেখার এই বিষয়ে সুপ্রিমকোর্ট কী অবস্থান নেয়।

Related Articles