Sambad Samakal

Biswanath Chowdhury: প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে ছুটি ঘোষণা রাজ্যের

Jul 27, 2024 @ 11:13 am
Biswanath Chowdhury: প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে ছুটি ঘোষণা রাজ্যের

জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর। শনিবার সকাল সাতটা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাম আমলের মন্ত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর।
প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। এদিন প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন।
চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর মরদেহ শনিবার বেলা একটা থেকে তিনটে পর্যন্ত রাজ্য দফতরে রাখা হবে।

Related Articles