Sambad Samakal

Olympics 2024: অলিম্পিকের শুরুতেই মালদ্বীপকে হেলায় ওড়ালেন সিন্ধু!

Jul 28, 2024 @ 2:27 pm
Olympics 2024: অলিম্পিকের শুরুতেই মালদ্বীপকে হেলায় ওড়ালেন সিন্ধু!

অলিম্পিকের শুরুতেই মালদ্বীপকে হেলায় ওড়ালেন পিভি সিন্ধু! এদিন গ্রুপ ‘এম’-এর ম্যাচে তিনি জিতলেন ২১-৯ ও ২১-৬ পয়েন্টের ব্যবধানে। ভারতের সিন্ধুর সামনে কার্যত দাঁড়াতেই পারলেন মালদ্বীপের ফতিমাথ মাবাহা।

মাত্র ২৯ মিনিটেই বিপক্ষকে পরাজিত করেন সিন্ধু। এর মধ্যে প্রথম সেটে জয় এসেছিল মাত্র ১৩ মিনিটে। দ্বিতীয় সেটেও সহজেই জিতলেন বিশ্বের ১৩ নম্বর তারকা। রিও অলিম্পিকে রুপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এবার সিন্ধুর কাছ থেকে সোনার আশা করছে গোটা দেশবাসী।

Related Articles