বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি! সর্বশক্তি দিয়ে সেই প্রচেষ্টাকে প্রতিরোধ করবে তৃণমূল কংগ্রেস! সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাগের চক্রান্ত চলছে। একেক জন একেক রকম প্রস্তাব দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দেয়নি কেন্দ্র৷ বন্যা নিয়ন্ত্রণের জন্য বিহার সহ অন্য রাজ্যকে টাকা দেওয়া হলেও, বাংলাকে কোনও টাকা দেওয়া হয়নি। কেউ বলছে কোচবিহার আলাদা রাজ্য হবে, কেউ বলছে মালদা আলাদা করতে হবে, কেউ বলছে মুর্শিদাবাদ আলাদা রাজ্য হবে! বাংলা ভাগের চক্রান্ত হলে তৃণমূল প্রতিবাদ করবে, চুপ করে থাকবে না। কেন বাংলাকে বারবার বঞ্চনা করা হবে! সংসদে প্রতিবাদ করবে তৃণমূল সাংসদরা। লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে!”