Sambad Samakal

Mamata: ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন কবে? কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Jul 29, 2024 @ 7:08 pm
Mamata: ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন কবে? কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? সোমবার বিধানসভায় এবিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা নিয়ে আমাদের ডিপিআর হয়ে গিয়েছে। বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ হবে। আরও দু’-তিন বছর লাগবে।” ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে আশপাশের মানুষ উপকৃত হবে বলেও জানান তিনি।
তবে এদিন কেন্দ্রর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে দুষে মমতা বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান কবে থেকে ঝুলছে! এটার অফিস চলে গিয়েছে বিহারে।”
এদিন সুন্দরবন নিয়েও পৃথক মাস্টার প্ল্যানের কথা বলেন মমতা। তাঁর কথায়, “গোসাবা ছড়িয়ে সুন্দরবনের অনেকটা ক্ষতির মুখে। কপিলমুনির আশ্রমেরও ক্ষতি আটকানো যাচ্ছে না। সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান করা উচিত আগেই বলেছি।”

Related Articles