আজ ২৯ জুলাই, সোমবার মোহন বাগান দিবস। এদিন সকালে উত্তর কলকাতার মোহন বাগান লেন ও কীর্তি মিত্র লেনের সংযোগস্থলে অবস্থিত অমর একুশের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ক্লাবের কর্তা ও সমর্থকরা। উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, ক্লাব কর্তা দেবাশিস সেন, কুণাল ঘোষ সহ অন্যান্যরা।
এরপরে হাতিবাগান থেকে মোহন বাগান ক্লাব পর্যন্ত মশাল মিছিল করেন সদস্য-সমর্থকরা। এদিনই মোহন বাগান রত্ন পুরস্কার তুলে দেওয়া হবে মহারাজ সৌরভ গাঙ্গুলির হাতে।