অলিম্পিক্সে টেনিসে ভারতের স্বপ্নভঙ্গ! হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় পুরুষ টেনিস তারকাদের! শুরুতেই গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিন পুরুষ টেনিস তারকা!
শুরুটা হয়েছিল সুমিত নাগালকে দিয়ে। এদিন রোহন বোপান্না ও শ্রীরাম বালাজিও ছিটকে গেলেন শুরুতেই। অলিম্পিক্সে পুরুষদের মিক্সড ডাবলসে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বোপান্না-বালাজি জুটি।