Sambad Samakal

Olympics 2024: অলিম্পিক্স টেনিসে স্বপ্নভঙ্গ! শুরুতেই বিদায় ভারতের!

Jul 29, 2024 @ 2:04 pm
Olympics 2024: অলিম্পিক্স টেনিসে স্বপ্নভঙ্গ! শুরুতেই বিদায় ভারতের!

অলিম্পিক্সে টেনিসে ভারতের স্বপ্নভঙ্গ! হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় পুরুষ টেনিস তারকাদের! শুরুতেই গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিন পুরুষ টেনিস তারকা!

শুরুটা হয়েছিল সুমিত নাগালকে দিয়ে। এদিন রোহন বোপান্না ও শ্রীরাম বালাজিও ছিটকে গেলেন শুরুতেই। অলিম্পিক্সে পুরুষদের মিক্সড ডাবলসে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বোপান্না-বালাজি জুটি।

Related Articles