Sambad Samakal

Recruitment Scam: বাজারি বই থেকে প্রশ্ন! পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে কী তথ্য সিবিআইয়ের হাতে?

Jul 29, 2024 @ 3:37 pm
Recruitment Scam: বাজারি বই থেকে প্রশ্ন! পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে কী তথ্য সিবিআইয়ের হাতে?

বাজারি বই থেকে তৈরি হয়েছিল প্রশ্ন! দায়িত্বে কোনও বিশেষজ্ঞ নন, ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার সাধারণ কর্মীরা। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিটে এমনই দাবি করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।

চার্জশিটে দাবি করা হয়েছে, পুর নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার প্রশ্নপত্র তৈরি করেছিল ধৃত অয়ন শীলের সংস্থার কর্মীরা। ন্যুনতম স্বচ্ছ বা বিশ্বাসযোগ্য উপায়ে সেই প্রশ্নপত্র তৈরি হয়নি বলেই দাবি তদন্তকারীদের। এমনকী বাজার চলতি বই থেকেই সাধারণ জ্ঞানের প্রশ্ন তৈরি করা হয়েছিল পরীক্ষার্থীদের জন্য।

Related Articles