সোমেই লক্ষ্মীলাভ! সপ্তাহের প্রথম কাজের দিনে স্টক এক্সচেঞ্জ খুলতেই সর্বকালের রেকর্ড গড়ল সেনসেক্স! পাল্লা দিয়ে বাড়ল নিফটিও! যদিও বেলা বাড়তেই খানিকটা কমেছে সূচক।
জানা যাচ্ছে, এদিন সকালে সর্বকালের রেকর্ড গড়ে ৩৪৬.৯৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে বিএসই সেনসেক্স ৮১ হাজার ৬৭৯.৬৫ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। পাশাপাশি নিফটি ৫০ ইন্ডেক্স খোলে ২৪ হাজার ৯৪৩.৩০ পয়েন্টে। যা ১০৮.৪৫ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেশি। নিফটি ও সেনসেক্সের এই ঊর্ধ্বগতিতে আশায় বুক বেঁধেছে শেয়ার বাজারের কারবারিরা।