নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে রয়েছে সমস্ত তথ্য। তাই ২০১৪ সালে টেট পাশ করেও সার্টিফিকেট পাননি অনেকে। সোমবার সেই মামলার শুনানিতে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।
এদিন বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, সিবিআইয়ের হাতে তথ্য রয়েছে, এই অযুহাতে টেট পাশের সার্টিফিকেট আটকে রাখা যায় না। তাই আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে মামলাকারী সমস্ত পরীক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হল। টেট পাশ সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য পর্ষদের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকেও।