টলিউডে কাটবে অচলাবস্থা! ফের শুরু হবে শ্যুটিং! অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে জড়ো হয়ে আশার কথা শোনালেন পরিচালকরা। গৌতম ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, বীরষা দায়গুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ সকলেই মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের।
একসুরে সকলে বলেন, কাজ বন্ধ করে রাখা তাঁদের উদ্দেশ্য নয়। আগামীকাল থেকেই যাতে কাজ শুরু হয়, সেটাই তাঁরা চান। তবে ফেডারেশনের টেকনিশিয়ানদেও কঠোর অবস্থান থেকে নরম হওয়ার আবেদন জানান তাঁরা। পাশাপাশি, আগামীকাল থেকেই যাতে কাজ শুরু হয়, সেই আহ্বানও জানান।