আশঙ্কাই সত্যি হল! সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার স্তব্ধ টলিউড! ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে এদিন কোনও ফ্লোরেই কাজে যোগ দিলেন না পরিচালকরা! সমস্যা না মিটলে, আগেই কাজ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন পরিচালকরা। আজ কার্যত সত্যি হল সেই হুঁশিয়ারি। সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিও, ইন্দ্রপুরী, এনটি ওয়ান সমস্ত স্টুডিওই কার্যত জনমানবশূন্য।
এই পরিস্থিতিতে ঠিক কোন পথে সমস্যা মিটবে, তা নিশ্চিত নয়। আর্টিস্ট ফোরামের তরফে ইতিমধ্যেই মধ্যস্ততা করতে চেয়ে চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। যদিও তা আদৌ কতটা বাস্তবায়িত হবে, সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তবে টলিউড স্তব্ধ হয়ে যাওয়ায় শেষ বিচারে সবথেকে বেশি পেটে টান পড়বে দিন আনা দিন খাওয়া টেকনিশিয়ানদেরই। ফলে এখন দেখার ঠিক কোন পথে জট কাটে টলিউডের।