পরিচালক ও টেকনিশিয়ানদের দ্বন্দ্বে কার্যত অচলাবস্থা চলছে টলিউডে। এই পরিস্থিতিতে গোটা দায় পরিচালকদের ওপরেই চাপালেন ফেডারেশনের টেকনিশিয়ানরা।
এদিন বিকেলে টেকনিশিয়ানদের তরফে স্বরূপ বিশ্বাস সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “কর্মবিরতি ডেকে পরিচালকরা প্রথাভঙ্গ করেছেন। পাল্টা আমরা যদি এরকম পদক্ষেপ নিই, তাহলে দোষারোপ করবেন। কলাকুশলীরা কাজ বন্ধ করেননি।”