দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের অভিযোগে তুমুল উত্তেজনা তৈরি হল রাজ্য বিধানসভায়। সোমবার বিধানসভার অধিবেশনে নীতি আয়োগের বৈঠকে মমতাকে চুপ করানোর প্রসঙ্গে আলোচনার প্রস্তাব পেশ করেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া। সরব হন শাসক দলের অন্যান্য বিধায়করাও।
তখনই তুমুল হইহট্টগোল শুরু করে দেন বিরোধী বিজেপি বিধায়করা। বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি মিথ্যেবাদী বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতাকে। পাল্টা তীব্র প্রতিবাদ জানান তৃণমূল বিধায়করাও। এই পরিস্থিতিতে বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।