গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূম তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অবশেষে মঙ্গলবার সুপ্রিমকোর্ট থেকে জামিন পেলেন তিনি। তবে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
কারণ গরু পাচার সংক্রান্ত সিবিআইয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রতর। তবে ইডির মামলায় এখনও জামিন পাননি তিনি। ফলে আপাতত তিহাড় জেলেই থাকবে হবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে।