রেশন দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট ১০টি স্থানে চলছে তল্লাশি অভিযান।
ইডি সূত্রে খবর, ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বারাসাত, বসিরহাট সহ একাধিক বাড়ি ও অফিসের ঠিকানায় চলছে তল্লাশি। এছাড়াও ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও চলছে অভিযান।