Sambad Samakal

Metro Rail: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! পরিষেবা বাড়ছে ‘অরেঞ্জ’ লাইনে

Jul 31, 2024 @ 9:29 am
Metro Rail: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! পরিষেবা বাড়ছে ‘অরেঞ্জ’ লাইনে

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! পরিষেবা বাড়ছে ‘অরেঞ্জ’ লাইনে! মঙ্গলবার কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সীমাও বাড়ছে।

জানানো হয়েছে, আগে আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৮টি মেট্রো চলত। এবার থেকে তা বেড়ে ৩৭টি করে মোট ৭৪টি রেক চলবে। ফলে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমবে। সকাল ৮টায় শুরু হবে পরিষেবা। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টায়। ফলে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের।

Related Articles