সাতসকালে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! জানা যাচ্ছে, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়েই প্রশ্ন উঠছে।
রেল সূত্রে খবর, হাওড়া থেকে চক্রধরপুরের দিকে যাওয়া একটি মালগাড়ির চারটি কামরা রাজাখারসওয়ান ও বরাবাম্বু স্টেশনের মাঝে উল্টে গিয়ে পাশে লাইনে এসে পড়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১১৫ কিলোমিটার বেগে ছুটে আসা হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, বেলাইন হওয়া মালগাড়ির কামরার সঙ্গে ধাক্কা মারে। তীব্র সংঘাতে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের ২০টি কামরা।
তবে মালগাড়ি উল্টে যাওয়ার খবর কেন রেল কর্তৃপক্ষের কাছে আগে পৌঁছল না? কেন মুম্বইগামী এক্সপ্রেস ট্রেনের চালককে আগেভাগে সতর্ক করে দেওয়া হল না? এসব প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহলের একাংশ।