একই অলিম্পিক্সে পরপর ২টি পদক জিতে ইতিহাস গড়লেন ভারতের মনু ভাকর। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে সর্বজ্যোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে ছিনিয়ে আনলেন ব্রোঞ্জ পদক।
প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে, দক্ষিণ কোরিয়াকে ৮-২ পয়েন্টে হারাল মনু ভাকর ও সর্বজ্যোৎ সিংহের ভারতীয় মিক্সড জুটি।