চক্রধরপুরে মুম্বইগামী এক্সপ্রেস দুর্ঘটনার জের! বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন। এছাড়াও যাত্রাপত সংক্ষিপ্ত ও ঘুরপথে চালানো হবে বিভিন্ন ট্রেন।
এদিনের মতো বাতিল করা হয়েছে,
১)হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস,
২) ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস,
৩) আসানসোল টাটা এক্সপ্রেস,
৪) হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।
ঘুরপথে চালানো হবে,
১) হাওড়া-সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস,
২) হাওড়া-পুণে এক্সপ্রেস,
৩) সম্বলেশ্বরী এক্সপ্রেস,
৪) হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস,
৫) উৎকল এক্সপ্রেস,
৬) গীতাঞ্জলি এক্সপ্রেস,
৭) লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস,
৮) আরা-দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস।
এছাড়াও বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস রাউরকেল্লা পর্যন্ত যাবে। কেরল-টাটানগর এক্সপ্রেস চক্রধরপুর পর্যন্ত যাবে। হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে।