রাজ্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জানা যাচ্ছে, মঙ্গলবার রাজ্য বিধানসভার সচিবের কাছে ৫০ জন বিধায়কের সাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা দেন শুভেন্দু।
বিজেপির অভিযোগ, রাজ্যের জনজীবনের সঙ্গে যুক্ত কোনও বিষয়ে আলোচনা করার জন্য অনুমতি দেন না বিধানসভার স্পিকার। উল্টে রাজ্যের শাসক দলের পক্ষ থেকল আনা রাজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়, এই বিষয়েও আলোচনার সুযোগ দেওয়া হয়। তাই মোট ১৮ দফা অভিযোগে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এখন দেখার শেষপর্যন্ত এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভার অধিবেশনে আদৌ আলোচনার অনুমতি দেওয়া হয় কিনা।