রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মঙ্গলবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনবে তৃণমূল কংগ্রেস। ২ ঘণ্টা ধরে চলবে আলোচনা।
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যাঁরা উত্তরবঙ্গকে ভাগ করার কথা বলছেন, তাঁরা আলোচনায় আসুন। নিজেদের অবস্থান স্পষ্ট করুন। অনাস্থা প্রস্তাব আনতেই পারেন, তবে তার জন্য অনেক নিয়ম-কানুন মানতে হয়।”
প্রসঙ্গত, উত্তরবঙ্গের একাধিক জেলা ভাগ করে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা বা পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার বিভিন্ন দাবি তুলেছেন বিজেপির সাংসদ-বিধায়করা। কড়া ভাষায় যার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বঙ্গভঙ্গ বিরোধী এই আলোচনায় বিজেপি বিধায়করা আদৌ অংশ নেয় কিনা।