Sambad Samakal

Tollywood: টলিউডের জট কাটাতে মুখ্যমন্ত্রীর দারস্থ দেব-প্রসেনজিৎ-গৌতম! মিলবে সমাধান!

Jul 30, 2024 @ 4:02 pm
Tollywood: টলিউডের জট কাটাতে মুখ্যমন্ত্রীর দারস্থ দেব-প্রসেনজিৎ-গৌতম! মিলবে সমাধান!

পরিচালক ও টেকনিশিয়ানদের দ্বন্দ্বে কার্যত অচলাবস্থা চলছে টলিউডে। গতকাল অর্থাৎ সোমবার থেকে বন্ধ রয়েছে সমস্ত শ্যুটিং। এই পরিস্থিতিতে জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হলেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষরা।

জানা যাচ্ছে, এদিন দুপুরে নবান্নে পৌছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্যা সমাধান নিয়ে আলোচনা করছেন তাঁরা। টলিউডের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। এখন দেখার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষপর্যন্ত টলিউডের জট কাটে কি না।

Related Articles