ফেডারেশন, পরিচালক দ্বন্দ্বে এখনও অচলাবস্থা জারি টলিউডে! সোমবারের পর মঙ্গলবারও বন্ধ রয়েছে শ্যুটিং। টেকনিশিয়ান স্টুডিও, দাসানি স্টুডিও, এনটি ওয়ান স্টুডও কার্যত খাঁখাঁ করছে।
সোমবার দফায় দফায় পরিচালক, ফেডারেশনের পৃথক বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে আর্টিস্ট ফোরাম। তবে এখনও নিজের নিজের অবস্থানল অনড় রয়েছেন সকলে। এই পরিস্থিতিতে কতদিনে স্বাভাবিক হয় টলিপাড়া, সেই দিকেই নজর রয়েছে সকলের।