কেরলের ওয়ানাড়ে ভয়াবহ ভূমি ধস বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪! মঙ্গলবার দুপুরে এমনই তথ্য জানালেন কেরালার মন্ত্রী একে শশীন্দ্রন। এখনও মাটির তলায় অনেকের চাপা পড়ে থালার আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন বায়ুসেনাও। বেশ কয়েকটি হেলিকপ্টার ও চপার মোতায়েন করা হয়েছে আহতদের দ্রুত উদ্ধার করার জন্য।
কেরলের এই ভয়াবহ বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এদিন সংসদে ওয়ানাড়ের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের কাছে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণার দাবিও তুলেছে বিরোধীরা।