চব্বিশের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটে ফের ডায়মন্ড হারবার থেকে জিতে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জিতেই ‘ডায়মন্ড মডেলে’ কার্যত নয়া সংযোজনের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক ডাকলেন তিনি।
জানা যাচ্ছে, আগামী ১০ আগস্ট আমতলার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে প্রশাসনিক বৈঠক। জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। উন্নয়নের ‘ডায়মন্ড মডেলে’ আরও বেশ কিছু প্রকল্পের সংযোজন হতে পারে বলে খবর।
প্রসঙ্গত, বার্ধক্য ভাতা দেওয়া থেকে কোভিডের সময়ে আর্ত মানুষের সেবা, সবেতেই এগিয়ে ছিল এই ‘ডায়মন্ড মডেল’। এবার সেখানে আর নতুন কী সংযোজিত হয়, সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।