জীবন ও স্বাস্থ্য বিমায় কেন ১৮ শতাংশ জিএসটি! প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতীন গডকড়ী। এমনকী জীবন-স্বাস্থ্য সীমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নাগপুরের সাংসদ নিতীন গডকড়ীকে সম্প্রতি একটি স্মারকলিপি দিয়েছিলেন এলআইসি কর্মীরা। সেই স্মারকলিপির কথা উল্লেখ করেই গডকড়ী লিখেছেন, ১৮ শতাংয় জিএসটি একদিকে বিমাক্ষেত্রকে সঙ্কুচিত করছে পাশাপাশি প্রবীণ নাগরিকেরও সমস্যায় ফেলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তাঁর দাবি, বিমাক্ষেত্র যেহেতু অত্যন্ত স্পর্শকাতর তাই, এই জিএসটি’র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।