ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে নয়া মোড়! ‘খতম’ হাসাম প্রধান ইসমাইল হানিয়ে! আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, ইরানের তেহরানে নিজের বাড়িতেই হত্যা করা হয়েছে ইসমাইল ও তাঁর নিরাপত্তারক্ষীকে।
ইরানে গতরাতে এই গুপ্ত হামলা চলে। হামাসের দাবি, ইজরায়েল’ই এই হামলা চালিয়েছে। এর জেরে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধে নয়া মাত্রা যোগ হল বলেই মত ওয়াকিবহাল মহলের। হামাস প্রধানের হত্যায় আদৌ যুদ্ধ থামবে নাকি প্রতিশোধ নিতে আরও তীব্র হবে হামাসের আক্রমণ, সেটাই এখন দেখার।