প্যারিস অলিম্পিকে দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাডমিন্টন তারকারা! বুধবার নকআউট পর্বে পরপর প্রবেশ করলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। অর্থাৎ এই মুহূর্তে তাঁদের সামনে কোয়ার্টার ফাইনালের হার্ডেল।
এদিন এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে দুটি সেটে মাত্র ৩২ মিনিটে মিনিটের মধ্যে হারিয়ে দেন সিন্ধু। প্রথম গেম ২১-৫ ও দ্বিতীয় গেম ২১-১০ পয়েন্টে জেতেন সিন্ধু।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিকে স্ট্রেট গেমে হারিয়ে দেন লক্ষ্য সেন। ২১-১৮ ও ২১-১২ পয়েন্টে দুটি সেট জেতেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বের চার নম্বর তারকা জোনাথান ক্রিস্টি। ফলে তাঁকে হারিয়ে কার্যত অলিম্পিকে অঘটন ঘটিয়ে দিলেন লক্ষ্য।