Sambad Samakal

TMC-BJP: ফিরহাদকে বয়কট বিজেপির! উত্তপ্ত বিধানসভা, ক্ষুব্ধ স্পিকার!

Jul 31, 2024 @ 2:19 pm
TMC-BJP: ফিরহাদকে বয়কট বিজেপির! উত্তপ্ত বিধানসভা, ক্ষুব্ধ স্পিকার!

রাজ্য বিধানসভার অধিবেশনে কলকাতার তথা পুরমন্ত্রী বিজেপিকে বয়কট বিজেপির! জানা যাচ্ছে, বুধবার বিধানসভার অধিবেশনে যতবার মন্ত্রী ফিরহাদ হাকিম কোনও প্রশ্নের উত্তর দিতে উঠেছেন, ততবারই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, ফিরহাদ হাকিম ‘বিভাজনকারী’ মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে প্রতিবাদ চলবে।

এদিন বিজেপি বিধায়কের আচরণের পাল্টা প্রতিবাদ করে অধিবেশন কক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূলের মহিলা সদস্যরা। শুরু হয় তুমুল হইহট্টগোল। এই ঘটনায় চরম ক্ষোভপ্রকাশ করে স্পিকার বিমান ব্যানার্জী বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “এই ধরনের আচরণ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। এমন কিছু করবেন না যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়।”

যদিও এই ঘটনাকে বিশেষ পাত্তা দিতে রাজি নন ফিরহাদ হাকিম। তিনি জানান, “বাইরের কোনও প্রসঙ্গে বিধানসভায় আলোচনা সম্ভব নয়। বিজেপি বিধায়করা কী করবেন, সেটা তাদের ব্যাপার।”

Related Articles