Sambad Samakal

TMC: প্রমাণিত বাংলার বঞ্চনা! ফের শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে কী যুক্তি কুণাল-চন্দ্রিমার?

Jul 31, 2024 @ 4:57 pm
TMC: প্রমাণিত বাংলার বঞ্চনা! ফের শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে কী যুক্তি কুণাল-চন্দ্রিমার?

সংসদে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের দেওয়া তথ্যে প্রমাণ হয়ে গেছে যে, কেন্দ্রীয় অর্থ থেকে ‘বঞ্চিত’ হয়েছে বাংলা! তাই অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করুক
কেন্দ্র, বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের দেওয়া তথ্য দেখিয়ে কুণাল ঘোষ দাবি করেন, “এটা প্রমাণিত হয়ে গেছে যে একশো দিনের কাজ সহ বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে। টাকা দেয়নি, আটকে রেখেছে। এরপরে কোন মুখে বিজেপি নেতারা বড়সড় কথা বলেন!”

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। কিন্তু তারা সে পথে হাঁটেননি। করবেন কী করে! অর্থমন্ত্রকের তথ্যে’তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাকে টাকা দেওয়া হয়নি। গরীব মানুষের টাকা আটকে রাখা হয়েছে। এই তথ্য’তো তৃণমূল দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক দিচ্ছে। তাই বিজেপি নেতাদের সৎ সাহস থাকলে, সত্যিটা স্বীকার করে শ্বেতপত্র প্রকাশ করুক!”

Related Articles