Sambad Samakal

Tollywood: দ্বন্দ্বের অবসান! অবশেষে জটিলতা কাটিয়ে ফের চেনা ছন্দে টলিপাড়া

Jul 31, 2024 @ 11:33 am
Tollywood: দ্বন্দ্বের অবসান! অবশেষে জটিলতা কাটিয়ে ফের চেনা ছন্দে টলিপাড়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিচালক বনাম টেকনিশিয়াদের ফেডারেশনের দ্বন্দ্ব মিটেছে মঙ্গলবার রাতেই। আর তারপরে বুধবার সকাল থেকেই চেনা ছন্দে ফিরল টলিপাড়া। টেকনিশিয়ান স্টুডিও, দাসানি স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও সহ সমস্ত সেটেই শুরু হয়েছে কাজ।

পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানদের আনাগোনায় ফের সরগরম টলিপাড়া। একাধিক সিরিয়াল ও সিনেমাট শ্যুটিং ফের শুরু হয়েছে এদিন থেকে। প্রসঙ্গত, গতরাতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টলিপাড়ায় এখন থেকে আর কাউকে ‘ব্যান’ করা যাবে না। কেউ ভুল করলে আর্থিক জরিমানা দিতে হবে। পরিচালকদের দাবি মেনে, ফেডারেশনের নিয়ম নতুন করে পুনর্বিবেচনা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles